স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১২ মে।। এখনও দাবি আদায়ে আন্দোলন করতে হয় !
রাস্তা সংস্কার চেয়ে দ্বিতীয় দফায় সড়ক অবরোধে চালকরা। কিছুদিন আগেই কৈলাসহর টিলাবাজার- বাবুরবাজার রাস্তা সংস্কারের দাবিতে অটো এবং টমটম চালকরা পথ অবরোধ করেছিলেন। তখন পূর্ত কর্তারা এসে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বৃহস্পতিবার ফের একই দাবিতে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ চালকরা।
প্রসঙ্গত, রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে ওই রাস্তা দিয়ে যানবাহন চালানো ঝুঁকির। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এদিন অবরোধের ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে আশ্বাস দিলে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়।