ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অনুমোদন দিল মার্কিন কংগ্রেস

অনলাইন ডেস্ক, ১২মে।। ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে সহায়তা প্যাকেজ বিলের অনুমোদন দিয়েছেন কংগ্রেস সদস্যেরা। ডেমোক্র্যাটদের সবাই এ প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন।

রিপাবলিকান পার্টির প্রতি চার জনের মধ্যে তিন জনই এটিতে সমর্থন দিয়েছেন। এর আগে গত মার্চে ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা করে মার্কিন কংগ্রেস। নতুন সহায়তা প্যাকেজটি পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ বিলিয়ন ডলার।

এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছে আমেরিকা। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনস সিনেটের এক শুনানিতে বলেছেন, আগামী কয়েক মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *