স্টাফ রিপোর্টার, খোয়াই, ১২ মে।। হাতির আক্রমণে মৃত্যু একজনের। খোয়াই প্রমোদনগর বাইশ্যাবাড়ী এলাকায় হাতীর আক্রমণে একজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা বৃহস্পতিবার দুপুরে খোয়াইয়ের চাম্পাহাওর থানাধীন তুইচিংগ্রাম এ ডি সি ভিলেজের প্রমোদনগর বাইশ্যাবাড়ী এলাকায়।
বিশ্বরাই দেববর্মা(৪০) নামে তুলাশিখর মুসরাই পাড়ার জনৈক ব্যক্তি বাইশ্যাবাড়ী এলাকায় তার নিজের রাবার বাগানে শ্রমিকের জন্য খাবার নিয়ে গিয়ে ছিল।খাবার নিয়ে ফিরে আসার সময় বাস কুরুল সংগ্রহ করছিলেন।তখনই আচমকা একটি হাতি রাবার বাগানে এসে হামলে পড়ে বিশ্বরাই দেববর্মার ওপর।শুর দিয়ে ওপরে তুলে সজোরে আছাড় দিয়ে নীচে ফেলে দেয় বিশ্বরাই দেববর্মাকে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। আগামি কাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় হবে।