স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১২ মে।।আইন-শৃংখলার চূড়ান্ত অবনতি হচ্ছে বিশালগড় থানা এলাকায়। রাতের আধারে নির্জন এলাকায় নয় প্রকাশ্যে সূর্যালোকে বাজার এলাকায় হচ্ছে ছিনতাইয়ের ঘটনা। আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করতে এসে গলার হার ছিনতাই এক মহিলার।
ঘটনা বিশালগড় থানাধীন চড়িলাম বাজারের বনকুমারি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চড়িলাম বাজারের বনকুমারি এলাকায় রাজধানীর কাশিপুরের বিজয়া দে নামে এক মহিলা আয়ুর্বেদিক ঔষধ বিক্রি করতে আসে। ঔষধ বিক্রির পর উনি উত্তর চড়িলাম মধ্যপাড়ার শিমুল সাহার বাড়িতে আয়ুর্বেদিক ওষুধ দিয়ে টাকা আনবার জন্য চরিলাম বাজারে শিমুল দেবনাথের দোকানে গিয়েছিলেন। দোকান থেকে ঔষধের টাকা নিয়ে বিজয়া দেবনাথ উত্তর চড়িলাম বনকুমারির অন্য আরেকটি বাড়িতে ঔষধ দিতে যাবার সময় দুই যুবক বাইকে করে এসে মহিলার গলা থেকে স্বর্ণের হার টান দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল। মহিলা বুঝতে পেরে জোরপূর্বক হারের মধ্যে ধরে ফেলায় হারটির অর্ধেক অংশ মহিলার হাতে থেকে যায় আর অর্ধেকটা ছিনতাইকারী নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন বিজয়া দে।