চীনের বিমানবন্দরে যাত্রীবাহী এক বিমানে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক, ১২মে।। চীনের বিমানবন্দরে যাত্রীবাহী এক বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে তিব্বত এয়ারলাইনসের বিমানটি উড্ডয়নের সময় রানওয়েতে ছিটকে পড়লে আগুন ধরে যায়। তবে সকল যাত্রী এবং ক্রুদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, ১১৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে ফ্লাইটটি চংকিং জিয়ানবেই আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটি রানওয়েতে ছিটকে পড়ে। এরপরই এতে আগুন ধরে যায়। বিমানটি তিব্বতের নিংচিতে যাচ্ছিল।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, বিমানের পাখা থেকে আগুনের শিখা জ্বলছে। ধোয়ায় আচ্ছন্ন বিমান থেকে যাত্রীরা দ্রুত বের হচ্ছেন।

তিব্বত এয়ারলাইনস বিবৃতিতে জানায়, বিমানে থাকা সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। অনেকে সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *