ত্রিপুরাবাসীর অকৃত্রিম আস্থা মুখ্যমন্ত্রী পর্যন্ত যাত্রা পথকে সুগম করেছে : বিপ্লব দেব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মে।। নিরাশা ও পরনির্ভরশীল মানসিকতা থেকে উত্তরণের মাধ্যমে স্বনির্ভরতার পথ খুঁজে পাওয়া অনেক মহিলাদের উপর এখন পুরুষরা পর্যন্ত অর্থনৈতিক নির্ভরশীল হচ্ছেন। নারী শক্তির বাস্তবিক উন্মেষের এক অনন্য নজির। প্রশাসনিক ও সামাজিক প্রতিটি ক্ষেত্রে মহিলাদের আক্ষরিক ক্ষমতান দ্বারা যথার্থ আত্মসম্মান ও সমস্ত অধিকার সুনিশ্চিতিকরণে সংকল্পবদ্ধ ভাবে, নানাবিধ পরিকল্পনা সফল বাস্তবায়িত হচ্ছে।

৩৩ শতাংশ সংরক্ষণ সহ মহিলা ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য, প্রতাপগড় বিধানসভার বনকুমারীতে আয়োজিত ধন্যবাদ সমাবেশে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন। তিনি জানান, সাধারণের মধ্যে থেকেই, ত্রিপুরাবাসীর অকৃত্রিম আস্থা মুখ্যমন্ত্রী পর্যন্ত যাত্রা পথকে সুগম করেছে। জন আস্থার প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ, সুযোগ মিললেই সাধরনের মধ্যে মিশে গিয়ে তাঁদের প্রত্যাশা ও তার প্রাপ্তি পথ নির্ণয়ের উদগ্রীবতা, আমাকে ভীষণ ভাবে উজ্জীবিত করে।

প্রত্যেক নাগরিকদের অধিকার সুনিশ্চিতকরণের মাধ্যমে তাঁদের মুখের হাসি ধরে রাখাই আমাদের অঙ্গীকার। আজ প্রতাপগড়ের বনকুমারিতে আয়োজিত ধন্যবাদ সভায় প্রতাপগড় কুমার পাড়ার নিবাসী প্রবীনা, মাতৃতুল্য অনিতা দেবের সাথে সাক্ষাৎ হয় মুখ্যৃন্ত্রীর। তিনি সকালবেলা স্বল্প সময় ব্যায় করে বাজারে ফুল বিক্রী করে প্রায় ১৫০ টাকা অনায়াসে উপার্জন করেন বলে জানান। স্বনির্ভর মানসিকতার অনন্য দৃষ্টান্ত এই মহিয়সী, আমাদের সমাজের জন্য প্রেরনাস্রোত বলে জানান মুখ্যমন্ত্রী। রেগার কাজ, সামাজিক ভাতা, রেশনিং ব্যবস্থার বিভিন্ন সুবিধা তিনি পাচ্ছেন। এই দৃঢ়চেতা মানসিকতার মাকে প্রণাম জানান মুখ্যমন্ত্রী।

এদিকে, উৎপল দাস তাঁর উদ্ভাবনী ভাবনা ও সুদক্ষ কারুকার্যে, প্রস্তুত করছেন একেকটি অনবদ্য সৃষ্টি। তাঁর হস্ত নৈপুণ্যে বাঁশ বেতের সুক্ষতায় তৈরী মুখাবয়ব সহ অন্যান্য উপহার বা গৃহ সৌন্দর্যায়ন সামগ্রীর চাহিদাও প্রচুর। প্রতাপগড়ের এই কারু শিল্পী, বিভিন্ন দেব-দেবীর মুখাবয়ব প্রতিটি তিন হাজার মূল্যে বিক্রি করেন, মাসে অনায়াসে ত্রিশ হাজার বা তার অধিক উপার্জন করছেন। পরমুখাপেক্ষী না থেকে, নিজের শ্রেষ্ঠ গুনকে পেশাগত দিকে কাজে লাগিয়ে, তিনি আজ হাজারো যুবাদের কাছে অনুপ্রেরণা। সরকারি উদ্যোগেও দক্ষতা বর্ধক নানান পরিকল্পনায়, বিকল্প কর্মসংস্থানের নয়া দিশায়, আত্মনির্ভরতার পথ খুঁজে পাওয়া যুবারাই অন্যদের কাজের সুযোগ তৈরী করছেন। এটা রাজ্যে তৈরী হওয়া স্বনির্ভর মানসিকতার এক অনন্য নজির বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *