হঠাৎ করেই ঘূর্ণিঝড় অশনির গতিমুখ পরিবর্তন

অনলাইন ডেস্ক, ১১ মে।। হঠাৎ গতিমুখ পরিবর্তন করল ঘূর্ণিঝড় অশনি। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী অশনি ল্যান্ডফল করবে সম্ভবত অন্ধ্র প্রদেশে কাকিনাড়া উপকূলে। এমনই পূর্বাভাস দিয়েছেন বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের ডিরেক্টর সুনন্দা৷ অন্ধ্রপ্রদেশে জারি লাল সতর্কতা।

ভারতীয় আবহাওয়া দফতর, আইএমডির সতর্কবার্তা অনুযায়ী, অন্ধ্র প্রদেশ, ওড়িশা সহ পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও অশনির তাণ্ডবে অন্যত্র মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার ওড়িশা ও অন্ধ্র উপকূলে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। রাত ২.৩০-এর রিপোর্ট অনুযায়ী।

এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ থেকে ৬০ কিলোমিটার, কাকিনাড়া থেকে ১৮০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৩১০ কিলোমিটার দূরে রয়েছে অশনি।

আইএমডি অনুসারে, অশনি ধীরে ধীরে উত্তর-উত্তরপূর্ব দিকে ফিরে আসতে পারে। এরপর ইয়ানাম, কাকিনাড়া এবং বিশাখাপত্তনম উপকূল বরাবর অগ্রসর হয়ে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল থেকে পশ্চিমমধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর পর আসতে আসতে শক্তি হারিয়ে অশনি একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে ১২ মে।

ইতিমধ্যে, ঘূর্ণিঝড়ের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং অনেকের সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে।

অশনির কারণে ভারতীয় আবহবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্টনম বন্দরে দশ নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে৷ বিশাখাপট্টনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণ এবং গুণ্টুর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে৷ প্রবল হাওয়া ও ভারী বৃষ্টির জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস৷ কাঁচা বাড়ি সহ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিরও আশঙ্কার কথা জানিয়েছেন আবহবিদরা৷ পাশাপাশি ধান, কলা, পেঁপে গাছের বাগান সহ ফল চাষেরও ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানানো হয়েছে৷

অন্ধ্রপ্রদেশে এনডিআরএফ ৯টি দল ও এসডিআরএফ ৯টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। মৎস্যজীবীদের মে মাসের ১৩ মে পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *