জুয়া বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ মে।। জুয়া বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় পরপর দু-বার অভিযান চালিয়ে আটক করা হয় ৭ জুয়াড়িকে, সঙ্গে আটক করা হয় বিপুল পরিমাণ জান্ডি-মুন্ডা জুয়া খেলার সামগ্রী।

সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় পরপর দু-বার অভিযান চালিয়ে ৭ কুখ্যাত জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। মঙ্গলবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা সুকান্ত স্কুল সংলগ্ন এলাকায় জুয়া বিরোধী অভিযানে নেমে জান্ডি-মুন্ডা জুয়া খেলার সামগ্রী সহ হাতেনাতে তিনজনকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে আবারো একই এলাকায় জুয়া বিরোধী অভিযানে নেমে জুয়া খেলার বিপুল পরিমাণের সামগ্রী সহ আরো চার জুয়াড়িকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ।

জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বুধবার সংঘটিত হতে যাচ্ছে এক চড়ক মেলা। আর এই মেলাকে কেন্দ্র করেই চলছে জুয়ার রমরমা। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, আটককৃত সাতজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আগামী দিনেও তাদের এ ধরনের জুয়া বিরোধী অভিযান জারি থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *