স্টাফ রিপোর্টার, কমলপুর, ১১ মে।। প্রয়োজন নেই পেট্রোল কিংবা ডিজেলের, শুধুমাত্র বাতাসে চলবে গাড়ি কিংবা বাইক ! রাজ্যের যুবকের নতুন আবিষ্কার।
কমলপুর ছোট সুরমা পঞ্চায়েতের ২৮ বছরের রাজকুমার মালাকার তৈরি করেছেন এক নয়া ইঞ্জিন। যা এখন শুধুমাত্র ডেমো। রাজকুমারের দাবি সেই ইঞ্জিন বাতাসের মাধ্যমে চলে। যা দিয়ে গাড়ি, বাইক সবকিছুই চালানো যাবে। এমনকি অন্য ইঞ্জিনের তুলনায় এর ক্ষমতাও নাকি বেশি হবে।
রাজকুমার এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেছেন তার এই মডেলটিকে যেন নিজের আবিষ্কার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। রাজকুমারের দাবি এক মাসেরও কম সময়ে তিনি নতুন ইঞ্জিন বানিয়ে ফেলতে পারবেন।