অনলাইন ডেস্ক, ১১ মে।। এবার কেরালায় টম্যাটো ফ্লুতে আক্রান্ত হল একাধিক শিশু। ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রাজ্যের কোল্লাম এলাকায় প্রায় ৮০টিরও বেশি শিশু এই টম্যাটো ফ্লু বা টম্যাটো জ্বরে আক্রান্ত হয়েছে।
প্রশ্ন উঠছে যে এই টম্যাটো ফ্লু কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি বিরল ভাইরাল রোগ, যা লাল রঙের ফুসকুড়ি, ত্বকের জ্বালা এবং ডিহাইড্রেশন সৃষ্টি করে। এই রোগটির জন্য অনেকের গায়ে ফোস্কা পড়ে। এটি অনেকটা টম্যাটোর মতো দেখতে হয়। আর তার থেকেই এই নাম হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই জ্বর কেরালায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করছে। এই ভাইরাসের লক্ষণগুলির মধ্যে রয়েছে বিপুল জ্বর, শরীর ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া এবং ক্লান্তি – অনেকটা চিকুনগুনিয়ার মতো।
ইতিমধ্যে এই রোগের উৎস্য খুঁজতে একটি মেডিকেল টিম তামিলনাড়ু-কেরল সীমান্তের ওয়ালায়ারে পৌঁছেছে। দুই জন মেডিকেল অফিসার সব যানবাহনের যাত্রীদের, বিশেষ করে শিশুদের পরীক্ষা করার জন্য দলটির নেতৃত্ব দিচ্ছেন। অঙ্গনওয়াড়িগুলিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পরীক্ষা করার জন্য ২৪ সদস্যের একটি দলও গঠন করা হয়েছে।