স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মে।। ১৪০ পরিবারের ৪৩৭ জন ভোটার বিজেপিতে যোগদান করেছে বুধবার। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
যুব আই পি এফ টি-র খুমুলুঙ ডিভিশনের সহ সভাপতি শ্যামল দেববর্মা, বিনোদ দেববর্মার নেতৃত্বে ৪৪ জন যোগদান করেন। আগামী দিনের ভারতীয় জনতা পার্টি হয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যোগদানের হিড়িক চলছে রাজনৈতিক দলগুলিতে। তবে আইপিএফটি দল থেকে যুবদের এই ভূমিকায় চিন্তার ভাঁজ আইপিএফটি’র। কারণ দলের কাছে বর্তমানে অস্তিত্বের লড়াই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে লড়াই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আইপিএফটি’র কাছে।
এইদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।