স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১০ মে।। পানিসাগর চন্দ্র হালাম পাড়ায় অল্পেতে এড়ালো ভয়ঙ্কর দুর্ঘটনা। রেল লাইন অতিক্রম করার সময় স্কুল ছাত্র-ছাত্রী সহ লাইনে আটকে যায় ই-রিকশা। চিৎকার চেঁচামেচি শুরু হতেই ছাত্র-ছাত্রী এবং চালক ই-রিকশা থেকে নেমে প্রাণ রক্ষা করে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ই-রিকশাটি।
দীর্ঘদিন ধরে এলাকাবাসী ওই জায়গায় ওভার ব্রিজের জন্য আন্দোলন করে আসছেন। কিন্তু প্রশাসন কিংবা রেল দফতর দাবি পূরণে নারাজ। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। রেল লাইন থেকে তছনছ হওয়া টমটমটি সরানো হয়।
এদিকে দূর্ঘটনার পর রেলটি কিছু সময়ের জন্য সেখানে আটকে থাকে। পরে যথারীতি রেল চলাচল স্বাভাবিক হয়। টমটম চালকের কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য জনমনে তীব্র উত্তেজনা বিরাজ করছে।