স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১০ মে।। যেভাবে জনগণ মোদীজির উপর বিশ্বাস দেখাচ্ছেন তাতে স্পষ্ট যে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে কেউ নেই। বিজেপি এখানে অজেয় হয়ে উঠছে। আজ মোহনপুরে কিষান সম্মান নিধির সুবিধাভোগী ও প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) এর সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মা আমাদের জন্ম দিয়েছেন আর মোদীজি করোনার সময় লকডাউনে রেখে, খাদ্য ও ভ্যাক্সিন সরবরাহ করে জীবন দিয়েছেন। যদি তিনি এমন না করতেন তাহলে আজ এখানে বৃষ্টি ভিজে সভা করার ক্ষমতা কেউর হতো না।
মুখ্যমন্ত্রী জানান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ত্রিপুরার জনতার অটুট বিশ্বাস আছে বলেই আজকের এই অনুষ্ঠানে প্রচন্ড বৃষ্টি থাকা সত্বেও জনগণ শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। বৃষ্টি ভিজেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব।