স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১০ মে।। এলাকার মাতব্বরেরা ১৯ বার সালিশি সভা করে ও পাষণ্ড স্বামীর হাত থেকে রক্ষা করতে পারেনি স্ত্রীকে তার পরেও মারধোর একাধিকবার। শেষ পর্যন্ত বাবার বাড়িতে চলে আসলে এক কাউন্সিলারের মাধ্যমে খবর দিয়ে নিয়ে স্ত্রী এবং শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর পাষণ্ড স্বামীর টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার ছিনতাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে গৃহবধূ স্বামী শ্বশুর-শাশুড়ি সহ ছয়জনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে। ঘটনা কমলাসাগর বিধানসভা গকুলনগর সুকান্ত কলোনি এলাকায়।
জানা যায় গত ২ বছর পূর্বে সামাজিক রীতিনীতি মেনে স্বামীর বাড়ির চাহিদামত সমস্ত যৌতুক দিয়ে গকুলনগর সুকান্ত কলোনি এলাকার জাহাঙ্গীর মিয়ার কন্যা মিতু খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মেলাঘর থানাধীন ইন্দিরা নগর ৮ নং ওয়ার্ডের মুসলিম মিয়ার পুত্র হানিফ মিয়ার সাথে।
বিয়ের ১৫ দিন পর থেকেই কখনো যৌতুক এবং কখনো তার স্ত্রীকে পছন্দ হয়নি এসব অভিযোগ এনে মারধর করে বলে অভিযোগ। এমনকি সেই গৃহবধূর শাশুড়িও তাকে রাতের অন্ধকারে বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা চালায়। যদিও সেই গৃহবধূ বাবার বাড়িতে এসে অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে মামলা করে তাদের কঠোর শাস্তি দাবি রাখে।