স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মে।।কুমারীটিলাস্থিত ফার্মাসিস্ট ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক অরিন্দম দাসকে পরীক্ষা চলাকালীন সময়ে প্রকাশ্যে মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারধর করেন পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাস।
মারধরে সহকারি অধ্যাপকের শরীরে এখনও আঘাত স্পষ্ট। আক্রান্ত সহকারি অধ্যাপক ঘটনাটি জিবি ফাঁড়ির পুলিশকে জানিয়েছেন। কিন্তু রিপসেট কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ামক অভিজিৎ দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।
আক্রান্ত অরিন্দম দাস জানান এর আগে আরও একজন এসোসিয়েট প্রফেসারকেও মারধর করেছিলেন পরীক্ষা নিয়ামক। রিপসেটে এ ধরনের ঘটনায় ছাত্র ছাত্রী সহ শিক্ষক মহলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।