প্রায় দুই বছর ধরে ভারত ও চিনের মধ্যে এক চাপা উত্তেজনা জারি রয়েছে

অনলাইন ডেস্ক, ১০ মে।। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রায় দুই বছর ধরে ভারত ও চিনের মধ্যে এক চাপা উত্তেজনা জারি রয়েছে। একাধিকবার দুই দেশের মধ্যে বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। এবার এই ইস্যুতে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। তিনি বলেন, চিনের সঙ্গে মূল বিষয় হচ্ছে সীমান্ত সমস্যার সমাধান।

উল্লেখ্য, জেনারেল পান্ডে প্রায় এক সপ্তাহ আগে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে জোর দিয়ে বলেছেন, সীমান্তে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনার তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর লক্ষ্য ২০২০ সালের এপ্রিলের আগে যেমন পরিস্থিতি ছিল তা ফিরিয়ে আনা। সেইসঙ্গে সীমান্তে মোতায়েন করা সৈন্যদের তাদের দায়িত্ব পালনের জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে।

সেনাপ্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতীয় সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) বরাবর ‘গুরুত্বপূর্ণ স্থানে’ অবস্থান করছে এবং সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পাল্টা জবাব দিতে পিছ পা হবে না। মূল বিষয় হলো সীমানার সমাধান। আমরা দেখতে পাচ্ছি যে চিনের উদ্দেশ্য ছিল সীমান্ত সমস্যাকে সমুন্নত রাখা। একটি দেশ হিসাবে আমাদের একটি ‘সমগ্র জাতি’ পদ্ধতির প্রয়োজন এবং সামরিক ক্ষেত্রে, এটি এলএসিতে স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনও প্রচেষ্টা প্রতিরোধ এবং প্রতিহত করা।

তিনি বলেন, ‘ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক ও সামরিক আলোচনার ফলে প্যাংগং লেক, গোগরা ও গালওয়ানের ১৪ নম্বর টহল কেন্দ্রের উত্তর ও দক্ষিণ উপকূলে সেনা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আমরা আশা করছি, বাকি ক্ষেত্রগুলিতেও আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *