গ্রেনেড হামলার তদন্তে নেমে সন্দেহভাজনদের হেফাজতে নিল পাঞ্জাব পুলিশ

অনলাইন ডেস্ক, ১০ মে।। পাঞ্জাব পুলিশের গোয়েন্দা অফিসে রকেট দিয়ে গ্রেনেড হামলার তদন্তে নেমে সন্দেহভাজনদের হেফাজতে নেওয়া হল। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন পাঞ্জাব পুলিশের ডিজি ভিকে ভাওরা। মঙ্গলবার সকালে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর তরফেও কড়া নির্দেশ এসেছে বলেও জানিয়েছেন তিনি।

আম আদমি সরকারের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শান্তিপূর্ণ পাঞ্জাবে কেউ অশান্তি ছড়াতে পারে না। কয়েকটি গোষ্ঠি অনবরত পাঞ্জাবের শান্তিপূর্ণ পরিস্থিতিকে বিঘ্নিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিন্তু সেটা করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ঘটনার পিছনে যারা যুক্ত দ্রুত তাদেরকে আইনের কাঠগড়ায় এনে শাস্তি দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এ ভেনু প্রসাদ, নিরাপত্তার এডিজিপি আরএন ধোকে, গোয়েন্দা বিভাগের এডিজিপি এসএস শ্রীবাস্তব।

পুলিশের দাবি মোহালিতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ কার্যালয়ে সোমবার রকেট প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। গোয়েন্দা বিভাগের পাশে রাস্তা থেকেই তা ছোঁড়া হয়েছিল। যা জানালা ভেদ করে দফতরে প্রবেশ করে। মোহালি পুলিশের তরফে জানানো হয়েছে, এটি একটি ছোট বিস্ফোরণ। ঘটনায় কেউ আহত হয়নি। সমস্ত সিনিয়র অফিসার এবং ফরেন্সিক দল তদন্ত শুরু করেছে।

হামলার ধরণ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট খালিস্তানপন্থী উগ্র শিখ গোষ্ঠী বব্বর খালসা জড়িত। সম্প্রতি তাদের সক্রিয়তা বেড়েছে। পাঞ্জাবে পরপর কয়েকটি ঘটনায় বব্বর খালসা জড়িত ছিল। আর চলতি মাসে হরিয়ানায় নাশকতা ঘটানোর আগে ধরা পড়েছে এই জঙ্গি সংগঠনের কয়েকজন। তাদের কাছে উদ্ধার হয় বিপুল আগ্নেয়াস্ত্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *