সূদুর লাউসের বিশিষ্ট উদ্যোগপতিরা রাজ্যের আগর ক্রয়ে আগ্রহ প্রকাশ করলেন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মে।। কদমতলার ইতিহাসে আজ এক স্বর্ণীম অধ্যায় রচনা হলো। সূদুর লাউসের বিশিষ্ট উদ্যোগপতিরা আজ এক ভার্চুয়াল বৈঠকে বিশাল সংখ্যায় কদমতলার আগর চিপস ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়।

তিনি জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ত্রিপুরা থেকে ২৫ হাজার মেট্রিক টন আগর চিপস বিদেশে রপ্তানি করার ছাড়পত্র নিয়ে আসেন। আর তাতেই গোটা বিশ্বের শিল্পপতিদের পাখির চোখ পড়ে ত্রিপুরায়। আজ নিসন্দেহে ত্রিপুরার আগরের খ্যাতি বিশ্ব বাজারে ছড়িয়ে পড়েছে । যার দরুণ উন্নত মানের আগরের খবর পেয়ে গতকাল সূদুর দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নত দেশ লাউস থেকে একদল উদ্যোগপতি আগরতলায় পা রাখেন।

আজ তাঁদের কদমতলায় এসে শিল্পস্থাপনের জন্য আগরের গাছ ও যায়গা পরিদর্শন করার কথা থাকলেও প্রাকৃতিক প্রতিকূল অবস্থার জন্য হেলিকপ্টার না চলার কারণে উনারা আসতে পারেননি। কিন্তু তাতে হার না মেনে পরবর্তী সময়ে উনারা ভার্চুয়ালী অনুষ্ঠানে যোগদান করেন এবং কদমতলা থেকে বিশাল সংখ্যায় আগরের চিপস কেনার আগ্রহ প্রকাশ করেন। একজন বিশিষ্ট শিল্পপতি প্রতিমাসে ১০০০ কেজি আগর যার বাজার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার বেশী কেনার আগ্রহ প্রকাশ করেন।

অপর শিল্পপতিরা আগামীদিনে কদমতলায় এসে প্রায় ১০০ কোটি টাকা কদমতলা এলাকায় আগর কেন্দ্রীক শিল্পের উপর বিনিয়োগ করার ঘোষণা করেন। টিংকু রায় আরও জানান,আমরা আশাবাদী আগামীদিনে এই আগর শিল্পের মাধ্যমে শুধু কদমতলা নয় গোটা রাজ্যের অর্থনৈতিক অবস্থার বিপুল পরিবর্তন ঘটবে। আর্থিক দিক থেকে উপকৃত হবেন আগর চাষী সহ সকল স্তরের আগর ব্যবসায়ীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *