স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মে।। শহরের বাঁধারঘাট এলাকার অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী কৃপেশ চন্দ্র দেব’র খুনের মামলার তদন্তে অসন্তুষ্ট পরিবারের লোকজন।
মামলার তদন্ত ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তরের দাবিতে আইজি আইন- শৃঙ্খলার কাছে ডেপুটেশন প্রদান করেন পরিবার এবং এলাকাবাসী। প্রসঙ্গত, সম্প্রতি কৃপেশ চন্দ্র দেবকে বাড়ি থেকে তুলে নিয়ে খুন করা হয়েছে কলমচৌড়ায়। মামলায় অভিযুক্ত ব্যক্তি পুলিশকে মহড়া দিয়ে দেখিয়েছে কিভাবে এই হত্যাকান্ড সংগঠিত করছে।
প্রাথমিকভাবে পুলিশি তদন্তে এসেছে টাকাপয়সা লেনদেন নিয়ে এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে। প্রথমে ওই ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত করার পর কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।