পুলিৎজার পুরষ্কার পাওয়া প্রথম সাংবাদিক দানিশ সিদ্দিকি

অনলাইন ডেস্ক, ১০ মে।। আফগান সেনার সঙ্গে তালিবান জঙ্গির সংঘর্ষে জীবন বাজি রেখেই সংবাদ সংগ্রহের কাজে লিপ্ত হয়েছিলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি৷ কান্দাহারের স্পিন বোলডাক জেলার সংঘর্ষে নিহত হন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত সংবাদচিত্র তোলার কাজ করেছিলেন। দ্বিতীয়বার পুলিৎজার জয়ী হলেন নিহত দানিশ।

ভারতের কোভিড পরিস্থিতি কী ছিল? কীভাবে তা নিয়ন্ত্রণ করেছিল মোদী সরকার? তা সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন দানিশ সিদ্দিকি, আদনান আবিদি এবং অমিত দাভেরা৷ তাঁদেরকে এই পুরষ্কারে ভূষিত করা হল৷

মুম্বইয়ে মূল নিবাস হলেও জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন দানিশ। টেলিভিশন থেকে যাত্রা শুরু করলেও পরে চিত্র সাংবাদিকতাকেই প্রাধান্য দিয়েছিলেন। ইরাকের মোসুলের যুদ্ধের ছবি তুলতে গিয়েছিলেন৷ নেপালের ভূমিকম্প বিষয়ে তাঁর ছবি রয়েছে। ২০২০ নাগরিকত্ব সংশোধনী আইন এবং কৃষক আন্দোলনের ছবিও সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন।

আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন দানিশ। একমাত্র তিনিই প্রথম চিত্র সাংবাদিক হিসাবে পুলিৎজার পুরষ্কার পান। আফগান সেনা শিবিরে থেকেই কান্দাহারে যুদ্ধের ছবি তুলে ধরছিলেন৷ কিন্তু সেখানে আহত হন তিনি। দানিশকে সেনা ছাউনিতে রেখে অভিযানে চলে যান আফগান সেনারা। ফের তালিবানের হামলায় তাঁর মৃত্যু হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *