স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মে।। জয়নগর ৬ নম্বর রোড এলাকায় নিজ বাড়িতে ৫৬ বছরের পাপড়ি নাহা রক্ষিতের মৃতদেহ উদ্ধার হয় জলের ট্যাঙ্কিতে। ঘটনার সময় মহিলার ছেলে বাড়িতেই ছিলেন। কিন্তু কিভাবে মহিলার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পুলিশের সন্দেহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়তো তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। মহিলার এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।