ইংল্যান্ডের ‘ইস্ট ব্রিস্টল অকশানস’ সংস্থায় নিলামে উঠেছে গান্ধীজির বেশকিছু গুরুত্বপূর্ণ সামগ্রী

অনলাইন ডেস্ক, ১০ মে।। এবার নিলামে উঠেছে গান্ধীজির বেশকিছু গুরুত্বপূর্ণ সামগ্রী। ইংল্যান্ডের ‘ইস্ট ব্রিস্টল অকশানস’ সংস্থাটি জানিয়েছে, গান্ধীর স্মৃতি-বিজড়িত ওই গুরুত্বপূর্ণ সামগ্রীগুলি অন্তত পাঁচ লাখ পাউন্ডে বিক্রি হবে। এবারের নিলামে রয়েছে গান্ধীর ব্যবহৃত দু’টি চশমা, তাঁর হাতে বোনা দুই টুকরো খদ্দরের কাপড়, তাঁর নিজের বানানো এবং ব্যবহার করা খড়ম, তাঁর ব্যবহার করা একটি কালির দোয়াত ছাড়াও গান্ধীর লেখা বেশ কয়েকটি চিঠি। এছাড়া রয়েছে সর্দার বল্লভভাই পাটেলের গান্ধীকে লেখা কয়েকটি চিঠিও। গান্ধীর বেশ কয়েকটি ছবিও রয়েছে। নিলাম সংস্থার দাবি, তার মধ্যে একটি সম্ভবত গান্ধীর জীবদ্দশায় তোলা শেষ ছবি। ১৯৪৭ সালের কোনও এক সময়ে দিল্লির বিড়লা হাউসে গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক এই ছবিটি তুলেছিলেন।

এর আগে এই সংস্থাটি ২০২০ সালে গান্ধীর ব্যবহার করা একটি চশমা আড়াই লাখ পাউন্ডে বিক্রি করেছিল।

সংস্থার প্রতিনিধি অ্যান্ড্রু স্টো জানিয়েছেন, প্রতিটি জিনিসের ঐতিহাসিক মূল্য অপরিসীম।

২১ মে পর্যন্ত অনলাইনে নিলাম চালু থাকবে। কেউ দেখতে চাইলে অ্যাপয়েনমেন্ট নিয়ে নিলাম সংস্থার ব্রিস্টল দফতরে গিয়ে জিনিসগুলো দেখেও যেতে পারেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *