কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে সদ্যোজাত সন্তানকে সাথে নিয়েই পরীক্ষা দিচ্ছেন মা

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১০ মে।। কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ফরজানা বেগম। কিছুদিন আগেই ওই পরীক্ষার্থী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাত শিশু কন্যাকে সাথে নিয়ে মাকে পরীক্ষা দিতে দেখে সবাই তাকে উৎসাহিত করছেন। ফরজানা বেগমের পরিবারের লোকজনও খুশি।

দ্বাদশ শ্রেনীর টার্ম টু পরীক্ষা চলাকালীন সন্তান প্রসবের পর একটি পরীক্ষা দিতে না পারায় পুনরায় পর্ষদের কাছে ওই পরীক্ষা দেওয়ার আবেদন করেন পরিক্ষার্থী গৃহবধূ। মঙ্গলবার বাকি পরীক্ষা দেওয়ার জন্য নবজাতক শিশুকে নিয়ে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষায় বসলেন গৃহবধূ। কমলপুর মহকুমার মোহনপুর পঞ্চায়েতের মুসলিম পাড়ার বাসিন্দা মহম্মদ আক্তার রহমানের স্ত্রী ফরজানা বেগম।

কমলপুর কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এবার দ্বাদশ শ্রেণীর টার্ম টু পরীক্ষায় বসেন কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। ২ মে পরীক্ষা শুরু হয় গর্ভবতী অবস্থায় তিনি পরীক্ষায় বসেন। ৫ মে পরীক্ষা দেন। ৬ মে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে সন্তান প্রসব করেন। ফলে ৭ মে রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষা দিতে পারেনি। মঙ্গলবার ছিল এডুকেশন পরীক্ষা। ফরজানা বেগম সদ্য প্রসব হওয়া শিশুকে নিয়ে এডুকেশন পরীক্ষা দিতে বসে।

মঙ্গলবার কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবজিৎ রায় তাকে বিদ্যালয়ের আলাদা কক্ষে পরীক্ষা দিতে বসান। রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষা যাতে পুনরায় দিতে পারে তার জন্য পরীক্ষার্থী ও পরীক্ষার্থীর স্বামী আক্তার রহমান পর্ষদের কাছে আবেদন জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *