ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু

অনলাইন ডেস্ক, ৯ মে।। ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় ভোট গ্রহণ শুরু হয়। তার আগে থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লেগে যায়। সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষ হবে। খবর রয়টার্সের।

ফিলিপাইনের প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়িয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট, একনায়ক ফার্দিনান্দ মার্কোসের ছেলে ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র(৬৪)।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে হারের ছয় বছর পর এবার প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি। এবারও ভোটের মাঠে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেনি রোব্রেডো।

আজ নির্বাচনে মার্কোস জুনিয়রের জয় হলে তিন দশকেরও বেশি সময় পর আবারও মালাকানাং প্রাসাদ ফিরে পাবেন মার্কোসরা।

দুর্নীতি ও দুঃশাসনের কারণে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার আগে কোষাগার লুণ্ঠনের অভিযোগ রয়েছে পরিবারটির বিরুদ্ধে।

মার্কোস জুনিয়র এ নির্বাচনে জিতবেন বলে বিভিন্ন জরিপ থেকে ধারণা পাওয়া গেছে।

ভোটে মার্কোস জুনিয়রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন লেনি রোব্রেদো (৫৭), ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারিয়েছিলেন তিনি।

মতামত জরিপগুলোতে বংবং নামে পরিচিত মার্কোস জুনিয়র প্রতিদ্বন্দ্বী চেয়ে ৩০ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন, পাশাপাশি চলতি বছর হওয়া সবগুলো জরিপেই প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে শীর্ষে ছিলেন তিনি।

যদি শেষ পর্যায়ে এসে ভোটারদের সিদ্ধান্ত পাল্টায় বা ভোট পড়ার হার কম হয় তাহলে রোব্রেদোর জেতার একটা সম্ভাবনা আছে বলে ধারণা বিশ্লেষকদের।

আজ ভোটের মাধ্যমে ফিলিপাইনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সেনেট, কংগ্রেস, বিভিন্ন নগরীর মেয়র ও কাউন্সিলরসহ প্রায় ১৮ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। মোট ভোটার প্রায় সাড়ে ছয় কোটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *