অনলাইন ডেস্ক, ৯ মে।। মহাকাশে গিয়েও টিকটক! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি মহাকাশ থেকে একটি অনন্য ভিডিও পোস্ট করেছেন।
স্পেসএক্স-এর মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি গত ৫ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি টিকটক ভিডিও পোস্ট করে মহাকাশে প্রথম টিকটকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২৭ এপ্রিল, মহাকাশচারী ক্রিস্টিফোরেটি ছয় মাসের জন্য কক্ষপথের ল্যাবে অবতরণ করেছিলেন। এরপর ক্রিস্টিফোরটি একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটি প্রায় ৮৮ সেকেন্ড দীর্ঘ এবং ক্রু-৪ এর উৎক্ষেপণের মাধ্যমে দর্শকদের গোটা স্পেস ও মিশনের ব্যাপারে অবহিত করেন তিনি।
তিনি মহাকাশ স্টেশন থেকে একটি দৃশ্য দেখিয়েছেন এবং বলেন যে স্পেসএক্স এর ক্রু -4 মিশনের প্রথম কয়েক দিন অত্যন্ত ব্যস্ত ছিল, কারণ সদস্যদের যত তাড়াতাড়ি সম্ভব ক্রু -3 দলের কাছ থেকে যতটা সম্ভব তথ্য শিখতে হবে। এই ভিডিওটি এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওটির ভিউজ ছাড়িয়েছে লক্ষাধিক।
Back on the International @Space_Station (and TikTok) pic.twitter.com/oCgJSdWKcu
— Samantha Cristoforetti (@AstroSamantha) May 6, 2022