মুঙ্গিয়াকামীর ৩৬ মাইল এলাকায় বন কর্মীদের উপর হামলায় গ্রেফতার তিন বনদস্যু

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৯ মে।। গত ৭ মে তেলিয়ামুড়া বন দফতরের কর্মীরা নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে মুঙ্গিয়াকামী শালবাগানস্থিত ৩৬ মাইল এলাকায় বনদস্যুদের সংঘবদ্ধ হামলার মুখে পড়েন। এতে তিনজন বনকর্মী আহত হয়েছিলেন। তাদের মধ্যে ফরেস্ট গার্ড শঙ্কর গোয়ালা (৫৮) গুরুতরভাবে আহত হয়েছিলেন।এই ঘটনার সঙ্গে জড়িত ১০ বনদস্যুর নাম-ধাম সহ আরও মোট ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। সেই মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায় গজিয়ে ওঠা অবৈধ কাট মাফিয়াদের একটি গোপন আস্তানায় অভিযান চালানোর উদ্দেশ্যে যায় তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের কর্মরত ফরেস্ট অফিসাদের একটি দল। যথারীতি শালবাগান এলাকায় শনিবার রাতে অবৈধ কাট মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামে বনদপ্তরের কর্মীরা। অভিযান চলাকালীন সময় আচমকা অবৈধ কাট মাফিয়া চক্রের প্রায় ৫০ থেকে ৬০ জন বনদস্যু অতর্কিতে প্রাণঘাতী হামলা চালায় অভিযানে থাকা বনকর্মীদের উপর।

নিজ কর্তব্য পালন করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় বনদস্যুদের প্রাণঘাতী হামলায় আহত হয় জনা কয়েক বনকর্মী। অভিযানে অংশগ্রহণকারী গুরুতর আহত ফরেস্ট গার্ড শংকর গোয়ালার (৫৮) অবস্থা খুবই গুরুতর। বনদস্যুদের প্রাণঘাতী হামলায় ফরেস্ট গার্ড শংকর গোয়ালার মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং তার অবস্থা খুবই গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজ্যের বনাঞ্চল -কে রক্ষার্থে নিজ কর্তব্য পালন করতে গিয়ে বনদস্যুদের প্রাণঘাতী হামলায় বর্তমানে জি.বি.পি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই কর্তব্য পরায়ন ফরেস্ট গার্ড শংকর গোয়ালা।

অভিযান চলাকালীন সময় দীর্ঘ সময় বনকর্মী এবং বনদস্যুদের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। জানা যায়, বন দস্যুদের প্রাণঘাতী হামলার মুখেও পিছুপা হয়নি অভিযানে থাকা বনকর্মীরা। পরবর্তীতে বনকর্মীদের সফল অভিযান এবং সাহসিকতার কাছে হার মেনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বনদস্যুর দল। অভিযানে আটক হয় অবৈধ কাট বোঝাই TR 01 0081 নম্বরে একটি মারুতি ভ্যান গাড়ি আটক করে নিয়ে আসার সময় চাকমা ঘাট স্থিত বিশ্বকর্মা মন্দির সংলগ্ন এলাকায় আসতেই বনদস্যুরা অতর্কিতে হামলা চালায় এবং বেধড়ক মারধোরে গুরুতর আহত হয় এক বনকর্মী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *