উত্তর পুলিনপুর এডিসি ভিলেজের জনগণ প্রায় ছয় মাস ধরে জলের সমস্যায় ভুগছেন

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৯ মে।। প্রায় ছয় মাস ধরে জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। দপ্তরে বার বার জানিয়েও সমস্যা সমাধান হচ্ছেনা এমনটাই অভিযোগ এলাকাবাসীর। তেলিয়ামুড়া সমষ্ঠি উন্নয়ন দপ্তরের উত্তর পুলিনপুর এ ডি সি ভিলেজের অন্তর্গত খাকাচান প্রাড়া গ্রাম জনজাতি অংশের মানুষের বসবাস।

এলাকায় জলের সংযোগ রয়েছে কিন্তু কেবলমাত্র সামান্য সারাইয়ের জন্য দীর্ঘ ছয় মাস ধরে জল সমস্যায় ভোগছেন সংশ্লিষ্ট এলাকার প্রায় ২০- ২৫ টি পরিবার । অভিযোগ জলের মূল পাইপ লাইনে ফাঁটলের জন্য ওই এলাকায় জল পৌছুচ্ছেনা। বার কয়েক তেলিয়ামুড়া ডি ডাব্লিউ এস দপ্তরে মেরামতের অনুরোধ করেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ফলে বাধ্য হয়ে জলের জন্য এলাকাবাসীর ছুটতে হচ্ছে দুস্কি বাজার সংলগ্ন জলের রিজার্ভভার ফিল্টারে। সেই রিজার্ভভার ফিল্টারের অবস্থাও একপ্রকার করুন। যা দিয়ে নিত্যদিনের প্রয়োজন মেটান কষ্টকর তাদের জন্য। দাবী উঠছে অতিদ্রুত যেন তাদের সমস্যা সমাধান করে দেওয়াহয় দপ্তরের তরফ থেকে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *