অনলাইন ডেস্ক, ৯ মে।। সংস্কৃত ভাষা শিক্ষার আধুনিকীকরণের জন্য বিশেষ উদ্যেোগ নিচ্ছে কেন্দ্র। তিনটি সংস্কৃত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্তরে উন্নীত করার অনুমোদন ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র।
ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি), ২০২০ এর সঙ্গে যা সঙ্গতিপূর্ণ।, সংস্কৃত বিশ্ববিদ্যালয়গুলিকে “উচ্চ শিক্ষার সামগ্রিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে কেন্দ্র। হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি ইত্যাদির মত সংস্কৃত নিয়ে পড়ার পরেও যেন পড়ুয়াদের কাছে পেশার দিগন্ত উন্মোচিত হয়। নাহলে তারা আগ্রহ হারাবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
দিল্লির কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর শ্রীনিবাস ভারাখদি বলেন, “সংস্কৃত শিক্ষার্থীদের অনেক সুযোগের প্রয়োজন। তাদের পূজাপাঠ এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। উদাহরণস্বরূপ তিনি বলেন , প্রতিটি তারকা খচিত হোটেলে একাধিক সংস্কৃতে দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ প্রয়োজন। একজন সংস্কৃত ছাত্র অতিথিদের ভারতের স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে কথা বলতে পারেন।”
সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়, দিল্লিতে রয়েছেন ১২ ০০০০ছাত্র। শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, দিল্লিতেও, প্রায় ৩০০০ছাত্র রয়েছেন জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, তিরুপতিতে ২৫০০ ছাত্র সংস্কৃত নিয়ে পড়াশোনা করছেন।