স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৯ মে।। পানিসাগর মহকুমার খেদাছড়া থানার অন্তর্গত বাহাদুর পাড়ার লঙ্গাই নদীর পাড়ে মিজোরাম পুলিশ কর্মী এইচ ভানলাল পারা’র মৃতদেহ উদ্ধার হয়। খেদাছড়ার স্থানীয় লোকজন মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। সোমবার ময়নাতদন্তের পর মিজোরাম পুলিশের হাতে মৃতদেহ হস্তান্তর করা হয়। তবে কি কারণে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়।
ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ বেরিয়ে আসতে পারে। ঘটনার খবর পেয়ে মিজোরাম পুলিশের তরফে এক প্রতিনিধি দল খেদাছড়া এলাকা পরিদর্শন করেন।