স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মে।। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ রাজধানী আগরতলার রবীন্দ্র কাননে “প্রভাতী কবিপ্রণাম” অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সেখানে যথাযথ মর্যাদায় কবিগুরুর মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাননে কচিকাঁচাদের সমবেত নৃত্য ও মনোজ্ঞ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকেই মুগ্ধ করে।
আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।