বিমান বন্দরের মতো সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন ভারতের প্রথম সেন্ট্রালাইজড্ এয়ার কন্ডিশনাল রেলওয়ে টার্মিনাল

অনলাইন ডেস্ক, ৯ মে।। অন্যান্য সব যানবাহনের তুলনায় বিমানে যাতায়াতের অনেক সুযোগ সুবিধা থাকে। তবে দেশের মধ্যে এমন এক শহর আছে যেখানে রেলস্টেশনকে বিশ্বমানের গড়ে তোলা হয়েছে। এখানে বিমান বন্দরের মতো সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। তাই এই রেলওয়ে টার্মিনাল সারা বিশ্বের কাছে সুপরিচিত।

এই রেলস্টেশন বেঙ্গালুরুতে অবস্থিত। এটি ভারতের প্রথম সেন্ট্রালাইজড্ এয়ার কন্ডিশনাল ,রেলওয়ে টার্মিনাল। স্টেশন তৈরীর কাজ প্রায় শেষ। অনেকদিন আগেই এর শুভসূচনা হয়ে যেত, তবে কোভিড পরিস্থিতির জন্য দেরী হল।

ভারতের প্রথম কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রিত রেলওয়ে স্টেশনের নাম হল স্যার এম বিশ্বেশ্বরায় টার্মিনাল। এটি অবিকল বিমান বন্দরের মতো দেখতে। কেন্দ্রীভূত এসি টার্মিনাল নির্মাণ করতে খরচ হয়েছে ৩১৪ কোটি টাকা।

আরো পড়ুন: ছাদে এই রং ক’র’লে ঘরের তাপমাত্রা ক’মে যা’বে প্রা’য় ১১ ডিগ্রি! বি’রা’ট আবিষ্কার দেশীয় কোম্পানির

কর্ণাটকের বেশিরভাগ জেলা রেললাইনের মাধ্যমে রাজধানী বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত করার জন্য বেঙ্গালুরু পর্যন্ত আরো এক্সপ্রেস ট্রেন চালানো হবে এই এসি রেলওয়ে স্টেশন চালু হওয়ার পর।

সম্প্রতি এই স্টেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বেঙ্গালুরুর বাইয়াপানহল্লী এলাকায় এই স্টেশনটি নির্মিত হল।

এই টার্মিনালের নামকরণ করা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরায়ের নামে। এই স্টেশনটি চালু হওয়ার পর কে এস আর বেঙ্গালুরু এবং যশবন্ত স্টেশনগুলিতে কম যানজট হবে বলে আশা করা যাচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *