চেলসিতে শেষ হচ্ছে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের সাম্রাজ্য

অনলাইন ডেস্ক, ৭ মে।। চেলসিতে শেষ হচ্ছে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের সাম্রাজ্য। লন্ডনের ক্লাবটির নতুন মালিক হচ্ছেন টড বোয়েলি। আমেরিকার বেসবল দল লস অ্যাঞ্জেলস ডজার্সেরও সহ-মালিক তিনি।

৫.২ বিলিয়ন ডলারে বা প্রায় ৪৪ হাজার কোটিতে চেলসি কিনতে রাজি হয়েছেন বোয়েলির নেতৃত্বাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখন কেবল প্রিমিয়ার লিগ ও যুক্তরাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষা। দুই পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পেলেই স্টামফোর্ড ব্রিজের নতুন মালিক হবেন বোয়েলি।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে রুশ ধনকুবেরদের একের পর এক নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় পড়েন চেলসির মালিক আব্রামোভিচ। তার সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি সফরও নিষিদ্ধ করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজনদের একজন আব্রামোভিচ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শোনা যাচ্ছিল, সমালোচনা ও বিভিন্ন নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রামোভিচ।

এরপর বেশ কয়েকজন বিলয়নিয়ার আগ্রহ দেখায়, ইংলিশ ফুটবলের অন্যতম সফল ক্লাব চেলসি কিনে নেওয়ার। সেই দৌড়ে স্টামফোর্ড ব্রিজের নতুন মালিক হচ্ছেন আমেরিকান ব্যবসায়ী বোয়েলি।

চেলসি এক বিবৃতিতে জানায়, নতুন মালিক ক্লাবের শেয়ারের ২.৫ বিলিয়ন পাউন্ড পরিশোধ করবেন।

বোয়েলির নেতৃত্বাধীন ব্যবসা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়ান প্রাইভেট ইকুইটি ফার্ম ক্লিয়ারলেক ক্যাপিটাল চেলসির অধিকাংশ শেয়ারের মালিক হচ্ছে। অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের বিলয়নিয়ার এবং লস অ্যাঞ্জেলস ডজার্সের সহ-মালিক মার্ক ওয়াল্টার এবং সুইস বিলয়নিয়ার হ্যান্সজোয়ার্গ ওয়েস।

চেলসির কেনার পাশাপাশি বোয়েলির নেতৃত্বাধীন এই কনসোর্টিয়াম বা ব্যবসায়িক গ্রুপ জানিয়েছে, স্টামফোর্ড ব্রিজ, একাডেমি, মহিলা দল এবং কিংসমিডোতে বিনিয়োগ এবং চেলসি ফাউন্ডেশনের জন্য ১.৭৫ বিলিয়ন ডলার ব্যয় করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *