অনলাইন ডেস্ক, ৭ মে।। সদ্য জন্মদিন গিয়েছে টলিউড অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের। তবে জন্মদিনে অনুরাগীদের উদ্দেশ্যে সবথেকে বড় চমক দেখালেন তিনি।
সাদা পাঞ্জাবি এবং মেরুন রংয়ের পাড় বসানো ধুতিতে রীতিমতো বরবেশে কাঞ্চন মল্লিক হাজির সোশ্যাল মিডিয়াতে! ঠিক তার পাশটিতে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ। তার পরনে লাল টুকটুকে শাড়ি!
এই ছবি দেখে স্বভাবতই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠছে এবার কি তাহলে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন এবং শ্রীময়ী? যদিও নেটিজেনদের এই দাবি মানতে নারাজ শ্রীময়ী চট্টরাজ।
তার দাবি এটি বহু বছর আগের তোলা পুজোর ছবি। জন্মদিনে সকলেই জমকালো ছবি দেন। তাই কাঞ্চন মল্লিকও এই ছবিটি দিয়েছেন বলে মনে করেন শ্রীময়ী।
এদিকে তাদের বিয়ে নিয়ে যে গুঞ্জন শুরু হচ্ছে তার পরিপ্রেক্ষিতে শ্রীময়ীর বক্তব্য এসব গুঞ্জনে তিনি এখন আর অবাক হন না। তবে এসব বক্তব্যতে তার খারাপ লাগে।
জন্মদিনে কাঞ্চন মল্লিককে শুভেচ্ছা পাঠিয়েছেন শ্রীময়ী। প্রতিবছরের মতো এবারও তার জন্য পাঠিয়ে দিয়েছেন একটি কেক। সঙ্গে শ্রীময়ীর তরফ থেকে অফুরন্ত ভালোবাসা এবং মঙ্গল কামনাও রয়েছে।
কাঞ্চন মল্লিক এই মুহূর্তে শুটিংয়ের কাজে রয়েছেন বর্ধমানে। তবে রাতে ফিরে এসে তার বাড়িতেই নাকি জমিয়ে ভুরিভোজের ব্যবস্থা রেখেছেন অভিনেতা।