স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ৭ মে।। পেঁচারথল ব্লকে সামাজিক ভাতাপ্রাপ্তদের নিয়ে পেঁচারথল টাউনহলে আজ এক সেমিনার ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পেঁচারথল আইসিডিএস প্রজেক্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, স্বচ্ছতা বজায় রেখে উপযুক্ত ব্যক্তিকে সামাজিক ভাতা দেওয়ার জন্য সরকার প্রথম থেকে চেষ্টা চালিয়ে আসছে। আগে মৃত ব্যক্তির নামেও ভাতা চলে যেতো। এই সব নাম এখন কেটে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সামাজিক ভাতা ৭০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়। এবছরের দুর্গাপূজার আগেই সামাজিক ভাতা দু’ হাজার টাকা করার জন্য ইতিমধ্যে সরকার থেকে ঘোষণা করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সমাজিক ভাতার অর্থ বাড়ানো ছাড়াও রাজ্যে গরীব মানুষের কল্যাণে অনেকগুলি প্রকল্প চালু করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন অংশের মানুষ উপকৃত হচ্ছেন। শিবিরে সভাপতির ভাষণে পেঁচারথল বিএসি’র চেয়ারম্যান সজল চাকমা বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপূজার আগে ভাতা আরও ১,০০০ টাকা বেড়ে যাবে। এটাই হল উন্নয়ন, এর নামই হল পরিবর্তন। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পেঁচারথলের সিডিপিও সুজিত দাস, সুপারভাইজার ত্রিদিপ কুমার দে, সমাজসেবী দেবাশীষ দাস ও প্রশান্ত চাকমা। স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের উপ অধিকর্তা জন কেলভিন দেববর্মা।