ইলন মাস্ক প্রাথমিকভাবে নিজেই প্রধান নির্বাহীর পদে বসতে পারেন

অনলাইন ডেস্ক, ৭ মে।। টুইটারের মালিকানা হাতে আসার পর ইলন মাস্ক নিজেই প্রাথমিকভাবে এর প্রধান নির্বাহীর পদে বসতে পারেন বলে জানা গেছে।

ভেতরের খবর জানেন এমন একজনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হওয়ার পর মাস্ক নিজেই এ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিতে পারেন। বৃহস্পতিবার সিএনবিসিও একই খবর জানিয়েছিল।

সম্প্রতি মাস্কের চার হাজার চারশ কোটি ডলারের ক্রয় প্রস্তাবে রাজি হয়েছে টুইটারের পরিচালনা পর্ষদ। এর পরপরই টুইটারের সিইও পারাগ আগরাওয়ালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, যিনি গত নভেম্বরে ওই দায়িত্ব নিয়েছিলেন।

বর্তমানে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহীর পদে আছেন মাস্ক। এ ছাড়া দ্য বোরিং কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনকুবের।

বৃহস্পতিবারেই যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে টুইটার ক্রয় তহবিলে বিনিয়োগকারীদের নতুন তালিকা জমা দিয়েছেন ইলন মাস্ক।

রয়টার্স জানিয়েছে, ১৯ জন বিনিয়োগকারীর কাছ থেকে ২ হাজার ৭২৫ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন মাস্ক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *