যুদ্ধের জেরেই ফের একবার রান্নার গ্যাসের দাম বাড়ল

অনলাইন ডেস্ক, ৭ মে।। বিগত এক বছরেরও বেশি সময় ধরে মূল্যবৃদ্ধি অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায় পাল্লা দিয়ে দেশেও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে।

বিগত দুই মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলায় আন্তর্জাতিক বাজারে আরও প্রকট হয়েছে জ্বালানি সঙ্কট। যুদ্ধের জেরেই ফের একবার রান্নার গ্যাসের দাম বাড়ল।মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম ।

এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। এবার থেকে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গেলে খরচ করতে হবে হাজার টাকারও বেশি। গত মার্চ মাসের পর ফের শনিবার বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ধার্য করা হয়েছে ১০২৭ টাকা।

এর আগে গত ২২ মার্চ ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছিল। সেই সময়ও এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। রান্নার গ্যাসের দাম বেড়ে ৯৭৬ টাকায় পৌঁছেছিল।

দুই মাস কাটতে না কাটতেই ফের দাম বাড়ানো হল। এবার থেকে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১০২৭ টাকা।

যদিও বাণিজ্যিক সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম সাড়ে ৯ টাকা কমানো হয়েছে। ফলে নতুন দাম হয়েছে ২৪৪৫ টাকা। সম্প্রতিই ১০০ টাকা বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম।

গত ১ মে থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০২ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। খরচ বেড়ে দাঁড়িয়েছিল ২৩৫৫ টাকা ৫০ পয়সা। একইভাবে ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দামও বেড়ে দাঁড়িয়েছিল ৬৫৫ টাকায়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *