উত্তরপ্রদেশের মথুরায় ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে প্রাণহানি সাতজনের

অনলাইন ডেস্ক, ৭ মে।। উত্তরপ্রদেশের মথুরায় ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে প্রাণহানি সাতজনের। ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের। পুলিশ সূত্রে খবর, শনিবার উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটির গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির মধ্যে ছিলেন তিন ব্যক্তি সহ ছিলেন তিন মহিলা ও এক শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় গভীর শোকজ্ঞাপন করে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। শনিবার মথুরার নৌঝিল এরিয়ার মাইলস্টোন-৬৮ এ এই দুর্ঘটনা ঘটে। একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ওয়াগন-আর গাড়ি করে যাচ্ছিলেন তারা। গাড়িটি আগ্রার দিক থেকে নয়ডার দিকে যাচ্ছিল। গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে।

উত্তরপ্রদেশের সিএমও ট্যুইটারে লিখেছেন, মথুরা জেলার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনায় যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের আত্মার শান্তি কামনা করে মুখ্যমন্ত্রী শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন”।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *