ঝালওয়ারের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক, ৬ মে।। উত্তরপ্রদেশের পর এবার রাজস্থানের ঝালওয়ার। পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত এএসআই জগদীশ প্রসাদকে সাসপেন্ড করা হয়েছে।

জানা গিয়েছে, ঝালওয়ারের ভালতা থানা এলাকার বাসিন্দা এক আদিবাসী মহিলা চলতি বছরের জানুয়ারি মাসে নিজের শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের তদন্ত ভার ছিল জগদীশ প্রসাদের উপর।

মামলার তদন্তভার নেওয়ার পরই জগদীশ নানাভাবে নির্যাতিত মহিলাকে উত্যক্ত করছিলেন বলে অভিযোগ। তদন্তের নামে বারবার তাঁকে থানায় ডেকে আনা হতো। অকারণ ফোন করা হতো। সোমবার রাতে গ্রামে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তখনই জগদীশ তাঁকে বাইরে ডাকেন। অভিযোগ,এরপর নিজের মোটরবাইকে বসিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ওই আদিবাসী মহিলাকে ধর্ষণ করেন জগদীশ। তারপর ওই মহিলাকে ফের বিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়ে যান। নির্যাতিত ওই মহিলা নিজের স্বামীকে সব ঘটনার কথা জানান তার পরই তাঁরা জগদিশ প্রসাদের বিরুদ্ধে মামলা করেন।

নির্যাতিত মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন জেলা পুলিশ সুপার মণিকা সেন। প্রাথমিক তদন্তের পরই দেখা যায় মহিলার অভিযোগ সত্য। এরপরেই অভিযুক্ত এএসআইকে সাসপেন্ড করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছে।

মাস ছয়েকের মধ্যেই জগদীশ প্রসাদের অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু চাকরি থেকে বরখাস্ত হওয়ায় জগদীশ অবসরকালীন কোনও সুযোগ-সুবিধা পাবেন না বলে জানা গিয়েছে। ওই মহিলার শারীরিক পরীক্ষা হয়েছে। যদি ধর্ষণের অভিযোগ প্রমাণ হয় তাহলে জগদীশ প্রসাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *