অনলাইন ডেস্ক, ৬ মে।। চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে ভবনটি ধসে পড়ে।
উদ্ধার কাজ শেষ হওয়ার পর শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি নিহতের এ সংখ্যা জানিয়েছে। খবর রয়টার্সের।
সিসিটিভির তথ্য অনুযায়ী, হুনান অঞ্চলে অবস্থিত আট তলার ভবনটি গত ২৯ এপ্রিল ধসে পড়ে। উদ্ধারকারীকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ ভবনটি ধসে পড়ার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে। ইতিমধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।