স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৫ মে৷৷ গত কয়েকদিন ধরে কৈলাসহরে প্রশাসনের সাহায্য চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বহিঃরাজ্যের কিছু ইটভাট্টা শ্রমিক৷ তারা নিজেদের মজুরি যেমন পাননি বলে অভিযোগ৷ তাদের বাড়ি পাঠানোরও ব্যবস্থা হয়নি৷ তাই ক্ষুব্ধ শ্রমিকরা এদিন জেলা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ঊনকোটি জেলাশাসক কার্যালয়ের সম্মুখে কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করেন৷
ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান প্রশাসনের কর্মকর্তারা৷ তাদেরকে আশ্বাস দেয়া হয় তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা৷ জানা গিয়েছে, প্রতিবছর বহিঃরাজ্য থেকে প্রচুর সংখ্যায় শ্রমিক এরাজ্যে আসেন এবং বিভিন্ন ইটভাট্টায় কাজ করেন৷
মরশুম শেষ হয়ে গেলে তারা নিজ রাজ্যে ফিরে যান৷ যাওয়ার আগে ইটভাট্টা মালিকরা সমস্ত বকেয়া মিটিয়ে দেন৷ কিন্তু, অভিযোগ ওই শ্রমিকরা যে ইটভাট্টায় কাজ করেছিলেন তাদেরকে মালিক কর্তৃপক্ষ মজুরি সহ অন্যান্য টাকা পয়সা মিটিয়ে দেয়নি৷ মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে কোন সুরাহা না হওয়ায় অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন৷