বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি থমাস মুলারের

অনলাইন ডেস্ক, ৪মে।। বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন থমাস মুলার। খবরটি নিশ্চিত করেছে জার্মান চ্যাম্পিয়নরা।

বায়ার্নের সঙ্গে মুলারের আগের চুক্তি শেষ হতো ২০২৩ সালে। তবে আরেক বছর চুক্তি বাড়ালেন তিনি। ২০২৪ পর্যন্ত অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকবেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

মুলারের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে বায়ার্নের সিইও অলিভার কান বলেন, ‘থমাস মুলার এমন এক আইকন যে ক্লাব ব্যাজ হৃদয়ে ধারণ করেন। আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাড়াতে ব্যবস্থা করেছি এবং আমরা উচ্ছ্বসিত।’

এই ব্যাপারে বায়ার্নের বোর্ডের আরেক সদস্য হাসান সালিহামিদজিচ বলেন, ‘আপনি থমাস মুলারকে ছাড়া বায়ার্নকে চিন্তা করতে পারবেন না। আর বায়ার্নকে মুলার ছাড়া চিন্তা করতে পারবেন না।’

২০০৮ সালে বায়ার্নের মূল দলে অভিষেক হয় মুলারের। বাভারিয়ানদের হয়ে ৬২৪ ম্যাচ খেলে ২২৬ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন ২৪২ গোলে। বায়ার্ন ছাড়া আর কোনো ক্লাবে খেলেননি এই জার্মান তারকা।

https://www.facebook.com/OfficialOliverKahn/posts/pfbid02uvQ5QS1BurSjFSXk5RiUQRsNsFbmRyGFoTpNtdAhsGv1Qy2ZF38mu9tsRxtvGFwSl

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *