অনলাইন ডেস্ক, ৪মে।। ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। সর্বশেষ পাঁচ মৌসুমে এবং কোচ ইউর্গেন ক্লপের অধীনে এ নিয়ে টানা তিনবার ফাইনালে উঠল অলরেডরা।
চ্যাম্পিয়নস লিগের আরেক সেমিফাইনালে লড়ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে ফিরতি লেগ খেলবে দু’দল। প্রথম লেগে ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। আজ যদি ড্র-ও করে তবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করবে পেপ গার্দিওলার দল।
আর তা হলে গত আসরের মতো এবারও চ্যাম্পিয়নস লিগে হবে অল ইংলিশ ফাইনাল। গত মৌসুমে সিটিকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি।
তবে এবার অল ইংলিশ ফাইনাল চান না লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। প্রতিশোধ নিতে তিনি ফাইনালে চান রিয়ালকে। ২০১৮-১৯ মৌসুমে অলরেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন সালাহ। সেবারও অল ইংলিশ ফাইনালে ক্লপের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আরেক ইংলিশ ক্লাব টটেনহামকে।
কিন্তু তার আগের মৌসুমে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল। ২০১৮ সালের ফাইনালের প্রথমার্ধে সে সময়ের লস ব্লাঙ্কোসদের ডিফেন্ডার ও অধিনায়ক সার্জিও রামোসের আঘাতে কাঁধের চোট নিয়ে কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে হয় দুর্দান্ত ফর্মে থাকা সালাহকে।
লিভারপুলও ম্যাচটি হেরে যায় ৩-১ গোলে। বেঞ্চে বসে রামোসদের হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দ দেখতে হয়েছে সালাহকে। তবে এবার চার বছর আগের সেই প্রতিশোধ নিতে চান মিসরীয় ফরোয়ার্ড।
ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পর বিটি স্পোর্টকে সালাহ বলেন, ‘সত্যি কথা বলতে, আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। ম্যানচেস্টার সিটি সত্যি কঠিন দল। এই মৌসুমে আমরা তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচে খেলেছি।’
২৯ বছর বয়সী তারকা আরও বলেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব মাদ্রিদকে চাই। এর আগে ফাইনালে আমরা তাদের বিপক্ষে হেরেছি। আমি তাদের বিপক্ষে খেলতে চাই এবং আশা রাখি, আমরা জিতব।’