বাণিজ্যিক ও সরকারি টুইটার অ্যাকাউন্টের ওপর ‘সামান্য ফি’ বসানোর কথা ভাবছেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক, ৪মে।। বাণিজ্যিক ও সরকারি বা সরকার-নিয়ন্ত্রিত টুইটার অ্যাকাউন্টের ওপর ‘সামান্য ফি’ বসানোর কথা ভাবছেন ইলন মাস্ক। তবে এক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করার জন্য কোনো অর্থ দিতে হবে না।

বুধবার মাইক্রোব্লগিং ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক এ কথা জানান।

রয়টার্স জানায়, টুইটার থেকে রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের মাস্ক। রাজস্বের দিক থেকে টুইটার তার মূল প্রতিদ্বন্দ্বী মেটার ফেসবুকসহ অন্যদের চাইতে পিছিয়ে আছে।

এক টুইটে ইলন মাস্ক বলেন, সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার সবসময়ই বিনামূল্যে থাকবে। তবে, সরকারি, সরকার-নিয়ন্ত্রিত সংস্থা ও বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করতে সামান্য কিছু খরচ করতে হতে পারে।

গত সপ্তাহে টুইট মনেটাইজেশনের নতুন উপায় এবং খরচ কমাতে নিবার্হী কর্মকর্তার বেতন কমানোর সম্ভাবনার কথা জানান মাস্ক।

গত ২৫ এপ্রিল ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

এর আগে, টুইটারের বিজ্ঞাপনভিত্তিক ব্যবসায়িক মডেলের পাল্টে এটিকে সাবস্ক্রিপশনভিত্তিক করার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন মাস্ক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *