অনলাইন ডেস্ক, ৪মে।। করোনা যাব যাব করেও যাচ্ছে না। আতঙ্ক ক্রমশ বাড়িয়ে তুলছে কোভিড-১৯। যত সময় এগোচ্ছে ততই করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে। যা আরও ভয়ের মাত্রাকে বাড়িয়ে তুলছে। এবার ভারতে প্রথম মিলল ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট XE!
ভারতীয় SARS-CoV2 জিনোমিক্স সিকোয়েন্সিং কনসোর্টিয়াম দেশের প্রথম XE ভ্যারিয়েন্ট সংক্রমণের কথা নিশ্চিত করেছে, যদিও, কোথায় সংক্রমণ ঘটেছে তা এখনও জানানো হয়নি। মহারাষ্ট্র এবং গুজরাট থেকে দু’টি XE ভ্যারিয়েন্ট মেলার খবর আগে পাওয়া গিয়েছিল। তার পরেও আক্রান্তরা XE ভ্যারিয়েন্ট আক্রান্ত কিনা তা নিশ্চিত করে জানানো হয়নি।
এদিকে আগের সপ্তাহের তুলনায় ১২ টি রাজ্যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উনিশটি রাজ্যে হ্রাস পেয়েছে,” জানিয়েছে INSACOG।
সন্দেহভাজন রিকম্বিন্যান্ট সিকোয়েন্সগুলি আরও বিশ্লেষণ চলছে বলেও জানা গিয়েছে।
“BA.2.10 এবং BA.2.12 হল BA.2 শনাক্ত হওয়া সাব ভ্যারিয়েন্ট এবং অনেক পুরনো BA.2 সিক্যুয়েন্সগুলিকে এই নতুন সাব ভ্যারিয়েন্টের অধীনে আবার শ্রেণিবদ্ধ করা হয়েছে৷ এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টগুলি রোগের বর্ধিত তীব্রতার সঙ্গে সম্পর্ক আছে কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
INSACOG বুলেটিন জানিয়েছে, ৪২৬৬ টি আলফা ভ্যারিয়েন্ট, ২২০ বিটা, ৩ টে গামা, ৪৩৯২৮ ডেল্টা, B.1.617 এবং B.1.6217.3503. AY সিরিজের ৫৬০৭ টি, ৪৫৩৫৯ টি Omicron, এবং 1 টি XE ভ্যারিয়েন্টের মোট ১১৯,৮৩৪ টি নমুনার সিকোয়েন্স করা হয়েছে। তবে, ভারত জুড়ে XE ক্লাস্টারের কোনও রিপোর্ট নেই।
বেশ কয়েকটি Omicron সাব ভ্যারিয়েন্ট এবং রিকম্বিন্যান্ট XE ভ্যারিয়েন্টের উপস্থিতি সত্ত্বেও, ভারতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম। বেশিরভাগ রাজ্যেই প্রতি সপ্তাহে ১,০০০ এরও কম সংক্রমণের মাত্রা।
সোমবার ভারতে ৩,১৫৭ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের খবর মিলেছে, যা আগের দিনের ৩,৩২৪ টি সংক্রমণের থেকে কম, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।