মান্নাতের ছাদ থেকে লাখো ভক্তের সঙ্গে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বলিউড বাদশা

অনলাইন ডেস্ক, ৪মে।। প্রতি বছরই ঈদে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ির সামনে লাখো ভক্ত ভিড় জমান প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য, নায়কও ভক্তদের নিরাশ করেন না। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। করোনা কাটিয়ে এবারও ভক্তরা ভিড় জমাল শাহরুখ খানের বাড়ির সামনে। বিলাসবহুল বাড়ি মান্নাতের ছাদ থেকে সামনে জড়ো হওয়া লাখো ভক্তের সঙ্গে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলিউড বাদশা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ছবি পোস্ট করে শাহরুখ লিখেছেন, ঈদে আপনাদের সঙ্গে সাক্ষাৎ অনেক আনন্দের। আপনাদের ওপর আল্লাহর ভালোবাসা-আশীর্বাদ বর্ষিত হোক এবং আপনাদের ভবিষ্যৎ হোক অতীতের চেয়ে সুন্দর। ঈদ মোবারক।

এদিকে দীর্ঘদিন পর আবারও শাহরুখ খান ফিরে আসছেন পর্দায়। কাজ করছেন পাঠান ছবিতে। অপরদিকে রাজকুমার হিরানির নতুন ছবি ডানকি’তে দেখা যাবে শাহরুখ খানকে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে ভক্তরা। সব ঠিক থাকলে ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পাবে হিরানি-শাহরুখ জুটির ছবিটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *