স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৪ মে।। কৃষি ক্ষেত্রে কিভাবে অগ্রগতি সম্ভব, কৃষির উন্নয়নে বিভিন্ন এলাকা যে ভূমি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন গড়ে উঠেছে সেগুলো কিভাবে কাজ করছে তা খতিয়ে দেখতে বিশ্বব্যাংকের তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার নলছর আর ডি ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই তিন প্রতিনিধি যথাক্রমে কুন্দন সিং, বিএফ পাটেল,স্টকিং জবস যার বাড়ি ইংল্যান্ড।
তাছাড়া তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নলছর আরডি ব্লক এর চেয়ারম্যান স্ত্রী জহরলাল ঘোষ , পঞ্চায়েত প্রধান শ্রীমতি নমিতা দাস ,এছাড়া আরো উপস্থিত ছিলেন ফিল্ড ভিজিটর এগ্রিকালচার, হটিকালচার, দপ্তরের আধিকারিক গণ। এদিন বিশ্বব্যাংকের তিন সদস্যের প্রতিনিধি দল প্রথমে এফ পি সি ফার্মার খোকন বর্মন এর হ্যাচারি পরিদর্শন করেন এবং নলছর ভূমি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন ঘরে উঠেছিল সে গুলোকে কিভাবে বাজারজাত করা যায় আগামী দিনে কিভাবে উৎপাদন বাড়ানো যায় বাজারজাত করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধতা রয়েছে সে গুলোকে কিভাবে দূর করা যায় এ সমস্ত বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করেন প্রতিনিধিরা।
তাদের উৎপাদিত ফসল পরখ করে দেখেন।কৃষি ক্ষেত্রে সার কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে নলছর ভূমি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের অন্তর্গত সংস্থা পরিচালকদের সঙ্গে কথা বলেন। সবশেষে এ বিশ্বব্যাংকের তিন প্রতিনিধি দল এফ পিসি অফিস পরিদর্শন করে যাওয়ার সময় এফ পি সি ফার্মার দ্বারা নিজস্ব তৈরি করা কিছু জিনিস তাদের হাতে তুলে দেন।