স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৩ মে।। গোটা রাজ্যে যখন ঈদের আনন্দে মাতোয়ারা ঠিক তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বক্সনগর সোনামুড়া সড়কের বাগবের এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ বছরের মহম্মদ জনি’র।তার পিতা হলেন আবুল কালাম।দুই ভাই এক বোন।পিতা কর্মে সূত্রে বাংলাদেশে থাকে।তার বাড়ি-কলমচৌরা জুমের টিলা ৪ নং ওয়ার্ড এলাকায়।
ঘাতক গাড়ির টিকিরনাগাল পাওয়া যায়নি। ঘাতক গাড়ির চালকের বাড়ি উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকায়।গাড়ির চালক ও মালিকের নাম রিপন মিয়া।গাড়ি চালক এর পিতার নাম মোবারক হোসেন। পুলিশ ঘাতক গাড়ি চালককে আটক করতে দৌড়ঝাঁপ শুরু করে দেয়।
ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার বিকেল ৩ ঘটিকার সময় উত্তর কলমচৌড়া এলাকা থেকে কিছু অপ্রাপ্তবয়স্ক যুবক ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে একটি বোলেরো পিকআপ গাড়িতে ডিজে বক্স লাগিয়ে প্রথমে বক্সনগর দিকে এসে আনন্দ ফুর্তি করে বাড়ি ফেরার পথে বাগবের বাজারের পাশে বক্সনগর -সোনামুড়া জাতীয় সড়কের মূল ফটকে গাড়ির মধ্যেই নাচতে গিয়ে গাড়ির ঝাকনায় গাড়ির সামনে থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়।সাথে সাথে এই গাড়িটি তার মাথার উপর দিয়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ,জনি মিয়া নামে এই যুবকের।
ঘটনাটি চাউর হতেই গাড়ির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়।এই মর্মান্তিক দুর্ঘটনাটি এলাকাবাসী প্রত্যক্ষ করতে পেরে প্রথমে কলমচৌড়া থানায় খবর দেয়।সাথে সাথেই এলাকার লোকজন জড়ো হয়ে যায় ঘটনাস্থলে।বাড়ির লোকজন এসে ঘটনাস্থলে কান্নার রোল লেগে যায়।তার এই মর্মান্তিক মৃত্যুতে হতভম্ব এলাকাবাসী।পরে পুলিশ এসে তার ছিন্নভিন্ন মস্তক সহ মৃতদেহটি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে নিয়ে যায়।
আগামীকাল তার মৃতদেহটি ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।তবে ঘাতক গাড়িচালক বর্তমানে পলাতক।জানাজায় গাড়িটি এলাকারই এক ব্যক্তির।পুলিশ তদন্ত করছে।এই গাড়িটি অতিসত্বর যাতে উদ্ধার করতে পারে।ওইদিকে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।