অবশেষে স্বপ্ন পূরণ হলো পৃথ্বী শ’র

অনলাইন ডেস্ক, ৩ মে।। অবশেষে স্বপ্ন পূরণ হলো পৃথ্বী শ’র। মুম্বাইয়ের বান্দ্রার পশ্চিমে কিনলেন ১০.৫ কোটি রুপির আট তলার বাড়ি।

ইন্ডেক্স ট্যাপ-এর বরাতে ইকোনমিকস টাইমস এক রিপোর্টে জানায়, পৃথ্বী শ’ বাড়িটি কিনেছেন কেসি রোডে। এটির কার্পেট এলাকা ২২০৯ স্কয়ার ফুট ছাদ ১৬৫৪ স্কয়ার ফুট।

এছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ৩১ মার্চ পৃথ্বী ৫২.৫০ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। যা রেজিস্ট্রি হয়েছে ২৮ এপ্রিল।

১৮ বছর বয়সে ভারতের টেস্ট দলে অভিষেক হয় পৃথ্বীর। জাতীয় দলে তিনি চারটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেছেন।

ভারতের প্রতিশ্রুতিশীল ব্যাটিং প্রতিভা হিসেবে দ্রুত জাতীয় দলে জায়গা করে নেন ২২ বছর বয়সী এই তারকা। কিশোর বয়সেই তার নামডাক ছড়িয়ে পড়ে। অধিনায়ক হিসেবে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এনে দেন পৃথ্বী।

রাজকোটে টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ভারতের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার পৃথ্বী।

চলতি আইপিএলে এই ব্যাটার খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। যেখানে তার সতীর্থ হিসেবে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া ঘরোয়া ক্রিকেটে পৃথ্বী খেলছেন মুম্বাইয়ের হয়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *