স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মে।। ৯ দফা দাবি নিয়ে বিএমএস’র তরফ থেকে সোমবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পশ্চিম জেলার নেতা বাবুল ঘোষের অভিযোগ পরিবহণ শিল্পের উপর বড়সড় আঘাত নামিয়ে আনা হয়েছে।
পুলিশ যেভাব শ্রমিকদের কাছ থেকে জরিমানা আদায় করছে তা নিয়ে ক্ষুব্ধ সংগঠন। সংগঠনের তরফ থেকে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানী আগরতলা শহরে ট্রাফিক পুলিশের তরফে বেআইনি পার্কিং এবং নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া যানবাহন দাঁড় করালেই জরিমানা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মোটর শ্রমিকরা দিশাহারা হয়ে পড়েছে। তার উপর জ্বালানির দাম বৃদ্ধি। পরিবহন ব্যবসা তলানিতে গিয়ে ঠেকেছে। তাছাড়া ব্যক্তিগত বাইক, স্কুটি ও গাড়ির সংখ্যা বেড়ে গিয়েছে। তাতে পরিবহন ব্যবসা মার খেয়েছে।