অনলাইন ডেস্ক, ২মে।। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে তিনদিনের ইউরোপ সফরে আজ বার্লিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বার্লিনে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। সকলকেই হাত জোর করে প্রতিউত্তর দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
২ মে থেকে ৬ মে ইউরোপ সফরে থাকবেন তিনি। বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উপস্থিত হন সেখানকার প্রবাসী ভারতীয়রা। মোবাইলে প্রধানমন্ত্রীর ছবি তোলেন তাঁরা। প্রধানমন্ত্রীকে দেখে ভারতমাতা কি জয় বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্লিনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। এক ঘণ্টা তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তার মধ্যে বক্তৃতা দেবেন ৪৫ মিনিট। বার্লিনে পুরোপুরি ভর্তি সভাগৃহ প্রধানমন্ত্রীর সভায় হাজির থাকছেন ২ হাজার প্রবাসী ভারতীয়।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দেখা করার কথা আছে প্রধানমন্ত্রীর। জার্মানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন তিনি। ইউক্রেন নিয়ে ভারতের অবস্থানও জার্মান সরকারে জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও সারতে পারেন তিনি।
জার্মানি সফর শেষে মোদি মঙ্গলবার রওনা দেবেন ডেনমার্কের উদ্দেশে। ডেনমার্কের কোপেনহেগেনেও প্রবাসী ভারতীয়দের সভায় হাজির থাকার কথা মোদির। কোপেনহেগেন দেড় হাজার প্রবাসী ভারতীয়দের সমাবেশে হাজির থাকতে চলেছেন তিনি। বুধবার ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা আছে ভারতের প্রধানমন্ত্রীর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনা আবহ কাটিয়ে প্রায় দুবছর পর বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের এই সফরে প্রায় ২৫টি কর্মসূচী আছে তাঁর। আজ জার্মানির রাজধানী বার্লিন দিয়ে শুরু হল প্রধানমন্ত্রীর এই কর্মসূচী।
প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠতে পারে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। রবিবারই সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিদেশমন্ত্রকের তরফে আয়োজিত সাংবাদিক বৈঠকে জানানো হয়, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান, দৃষ্টিভঙ্গি আগে থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে ইতিবাচক সমাধানের আশা করা হচ্ছে। বিদেশ সচিব জানান, মূলত ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে এবং বাণিজ্য-বিনিয়োগে জোর দিতেই ইউরোপের তিন দেশে সফরের আয়োজন করা হয়েছে।